logo

শিরোনাম

মুন্সিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
কৃষি কাজে যেন কৃষকদের ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্যে রাখতে হবে বলেন ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে  বাজার মনিটরিং করা হয়েছে 

 সোমবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টংগিবাড়ি বাজারে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ বাজার মনিটরিং করেন।  

কৃষি কাজে যেন কৃষকদের  ভোগান্তি না হয় সেই লক্ষ্যে  সকল বীজ ব্যবসায়ী কে মূল্য তালিকা প্রদর্শন করবার নির্দেশ প্রদান করেন ও মূল্য তালিকা অনুযায়ী বীজ আলু বিক্রি করবার নির্দেশ প্রদান করা  হয়।

 এ সময়ে উপস্থিত প্রায় ৫০-৬০ জন কৃষকদের মাঝে  বীজ আলু ন্যায্যমূল্যে বিক্রি করে দেবার ব্যবস্থা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  মুন্সীগঞ্জ ।  

এছাড়া গাজী কনফেকশনারি তে  মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী প্রদর্শন ও সংরক্ষণ করার অপরাধে  এক হাজার পাচশত টাকা ও বেপারী কনফেকশনারি  উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই হাজার টাকা  জরিমানা করা হয়।  


অভিযান পরিচালনা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ জাহান খান 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল্লাহ আল মামুন, সামির হোসাইন সিয়াম ও থানা পুলিশের একটি টিম।

  • নিউজ ভিউ 612