জাহাঙ্গীর আলম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সিগঞ্জের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর ) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বাজারে মুন্সিগঞ্জ জেলা শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এর নেতৃত্বে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেন গণতান্ত্রিক, মানবিক ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আমরা কথা বলছি।
এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
জাতীয়তাবাদী মহিলা দল মুন্সিগঞ্জ জেলার সভাপতি সেলিনা আক্তার বিনা নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ পথচারীদের সাথে ৩১ দফার সুফলগুলো তুলে ধরেন
স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতাকর্মী তারা বলেন বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার কারণে মানুষ তার ভোটাধিকার হারিয়েছে এই ভোটাধিকার ফিরিয়ে পেতে এই ৩১ দফার বাস্তবায়ন করতে হবে
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজ ঢালী,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা সম্পাদক সাংগঠনিক সম্পাদক আয়েশা আলম নার্গিস
পঞ্চসার ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান হাবিব, পঞ্চসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব আল ইসলাম যুগ্ম আহবায়ক আব্দুস সালাম পঞ্চসার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হোসেন প্রধান,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ