logo

শিরোনাম

মুন্সিগঞ্জের বিভিন্ন আদালতে ২৯ জন সরকারি আইনজীবী নিয়োগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জের বিভিন্ন আদালতে ২৯ জন সরকারি আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের  বিভিন্ন আদালতে আরও ২৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা - সরকারি কৌসুলি, (জিপি) অতিরিক্ত  সরকারি কৌসুলি,  সহকারী সরকারি কৌসুলি, পাবলিক প্রসিকিউটর  (পিপি) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।  


গতকাল ১১ নভেম্বর রবিবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ- সলিসিটর (জিপি-পিপি) সানা মো.মাহ্রফ হোসেন স্বাক্ষরিত স্মারক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

photo

 


আদালতের নিয়োগ প্রাপ্ত আইনজীবীরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর  মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আকলিমা আক্তার, সহকারি পাবলিক প্রসিকিউটর সুলতানা তাহামিনা আমিন ভূঁইয়া,জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক সিকিউরিটি হালিম হোসেন, 
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে মোস্তফিজুর রহমান ভূঁইয়া, রেক্সোনা  আক্তার লাকি,মোহাম্মদ  নাসিমা আখতার,মোহাম্মদ  আরিফ হোসেন,মাহবুবুর রহমান,  মোহাম্মদ  ইকবাল হোসেন ও হাফিজুর রহমান।  
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে সুলতানা রোজিনা ইয়াসমিন ।  

জেলা ও দায়রা জজ আদালতের  সহকারী পাবলিক সিকিউরিটি হিসেবে নিয়োগ পেয়েছেন ১১ জন। তারা হলেন মমিনুল হক চৌধুরী,  মোঃ শাহ আলম,ফাতেমা আক্তার,  আজিজুর রহমান, শফিকুল ইসলাম মিন্টু, মো.নুর  হোসেন, মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আরিফ আহমেদ, আখি আক্তার, মো. আরফান সরকার ও সাইফুল বিন আলী।

জেলা জজ আদালতের কৌসুলী হিসেবে নিয়োগ পেয়েছেন তোতা মিয়া,অতিরিক্ত সরকারি কৌসুলী হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মুনীর হোসেন,মোহাম্মদ  ফারুক আহমেদ, মো. তানজিল রাশীদ। সহকারি সরকারি কৌসুলী হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ পারভেজ আলম, শাহিন আলম ও মোহাম্মদ নূর হোসেন বেপারী।  

  • নিউজ ভিউ 918