logo

শিরোনাম

মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি এসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়ার অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি এসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়ার অভিযোগ

জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জর মুক্তারপুর থেকে   ঢাকাগামী বিআরটিসি এসি বাস সার্ভিসটি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।  

সোমবার ১২ই নভেম্বর সন্ধ্যায় মুক্তারপুর থেকে ঢাকাগামী বিআরটিসি'র এসি বাসের ৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

photo

 এ সময় মদনগঞ্জের নাসিম ওসমান ব্রিজের টোল প্লাজা আসলে  তখন সেখানে থাকা বেশ কয়েকজন যুবক জোরপূর্বক গাড়ির চাবি এবং গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় যাত্রীদের  এবং হুমকি দিয়ে বলেন আজ থেকে বিআরটিসি এর এসি বাস সার্ভিস বন্ধ থাকবে  ।   


জোরপূর্বক ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়া হয়।

photo

এই ঘটনায় গাড়ি চালক ৯৯৯ নাইনে ফোন দিলে সেনাবাহিনীর কর্মকর্তা আসলেও কোন সমাধান না করে চলে যায় একই ঘটনা ঘটে পুলিশের বেলায়ও।

  এই ঘটনা দীর্ঘ এক ঘন্টা যাত্রীদের ভোগান্তির পর যে যার মত চলে যায় এরই মধ্যে একজন যাত্রী তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন কোন রহস্যের কারণে সেনাবাহিনী ও পুলিশ চলে গেল আমরা তা জানতে চাই।  

এখন যাত্রীদের প্রশ্ন কেন সুন্দর সার্ভিসটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, ঢাকাগামী বাসের যাত্রী জাকির হোসেন বলেন কি কারণে এসি বাসের গাড়ি থামিয়ে চাবিটা নিয়ে যাওয়া হয়েছে কেন সেনাবাহিনী ও পুলিশ এসে চলে গেল। আমরা তা জানতে চাই কি রহস্য রয়েছে এখানে ।   এবং যাত্রীরা তাদের ক্ষতিপূরণ দাবি করেন।

  • নিউজ ভিউ 8235