রায়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সিগঞ্জ অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস। শুক্রবার পহেলা নভেম্বর মুন্সিগঞ্জের ভাঙ্গায় যুব উন্নয়ন কার্যালয় বৃক্ষরোপন করে কার্যালয়েটির সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা যুবদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফউল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, ডেপুটি কো -অর্ডিনেটর এ,কে,এম,রোকসানুল ইসলাম সহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানের শেষে ১২ জন প্রশীক্ষনার্থীর মধ্যে ১৩ লক্ষ ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।
সদর উপজেলা উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সিগঞ্জের উপপরিচালক নাসির উদ্দিন।
পরে যুব দিবস উপলক্ষে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস রক্তদান সংস্থার পক্ষ থেকে ফ্রিতে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।