logo

শিরোনাম

বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুত মুন্সীগঞ্জ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুত মুন্সীগঞ্জ

মো.জাহাঙ্গীর আলম  : বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুত মুন্সীগঞ্জ  বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ 
 বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন রবিবার  (১৪ এপ্রিল) ভোরের আলো ছড়িয়ে শুরু হবে বাংলা নববর্ষ ১৪৩১।

নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠবে মুন্সীগঞ্জবাসী ।  

বাঙালিয়ানা আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।


বর্ষবরণ উৎসবকে ঘিরে নতুন সাজে সাজানো হয়েছে জেলা শিল্পকলা একাডেমি,  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও
বৈশাখে মুন্সীগঞ্জ জুড়ে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা মেলার আয়োজন করা হয়েছে।   

  জেলা প্রশাসকের আয়োজনে সকাল ৭টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে পুরাতন  কাচারি চত্বর হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হবে।
একই সময় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গ্রামীণ মেলার উদ্বোধন করা হবে।  

বাংলা বর্ষবরণ ১৪৩১ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে দুইদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির শহীদ মিনার প্রাঙ্গনে  আয়োজন করা হয়েছে চিরায়ত বাংলার পালাগান অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

  • নিউজ ভিউ 1989