logo

শিরোনাম

বেসরকারি ভাবে মুন্সীগঞ্জ পৌর উপ-নির্বাচনে মেয়র পদে চৌধুরী ফাহরিয়া আফরিন জয়ী

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ মার্চ, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
চৌধুরী ফাহরিয়া আফরিন

আদনান সাদঃ মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জগ প্রতীকের প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯৯৪।

 

তবে তার এই ভোটে কাছে পাত্তা পায়নি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহাতব উদ্দিন কল্লোল। তিনি ভোট পেয়েছেন মাত্র ৬১০ টি। ফলে বেসরকারিভাবে মুন্সীগঞ্জ পৌর মেয়র পদে নির্বাচিত হয়েছেন ফাহরিয়া আফরিন।

 

চৌধুরী ফাহরিয়া আফরিন গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হয়ে নির্বাচনে জয়ী সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব এর সহধর্মিণী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন এর পুত্রবধূ।

 

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। ২৫ টি ভোট কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।

  • নিউজ ভিউ 4392