জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাত পোহালে নির্বাচন
আগামীকাল ২৬ জানুয়ারি শুক্রবার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যেই প্রেস ক্লাব চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রধান সড়কেরআশেপাশে ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে।
প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেস ক্লাব অঙ্গন। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের এ নির্বাচন নিয়ে সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা।
প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন ও সাংগঠন পরিচালনায় নিজেদের দক্ষতা প্রমানে চেষ্টা করছেন।
নির্বাচনটি এখন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আগামীকাল ২৬ জানুয়ারি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে মোট ভোটার সংখ্যা ৪৭ জন।
এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী সাব্বির আহমেদ দিপু,বাছিরউদ্দিন জুয়েল, শহীদ ই হাসান তুহিন, তানভীর হাসান,সহ-সভাপতি পদে মোঃ মাহবুব আলম বাবু, মাসুদুর রহমান, গুলজার হোসেন, রশিদ আহমেদ,
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেতু ইসলাম, ফরিদুল হাসান ফরিদ, সুজন হায়দার জনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সুজন পাইক,
কোষাধক্ষ্য পদে সাইফুর রহমান টিটু, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল, সুমন ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাইদুর রহমান টুটুল, মো. মাসুদ রানা, ক্রিয়া সম্পাদক পদে মোঃ লাভলু মোল্লা, আফাতুজ্জামান বাবু,
নির্বাহী সদস্য পদে সোনিয়া হাবিব লাবনী, মোজাম্মেল হোসেন সজল,মোহাম্মদ মাহবুবুর রহমান, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, ভবতোষ চৌধুরী নুপুর, রাসেল মাহমুদ ,শেখ মো. রতন, চাকলাদার তানজিল হাসান,শেখ মোহাম্মদ শিমুল,
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক আব্দুস সালাম,