শাহনাজ বেগমঃ
মুন্সীগঞ্জে আলোকচিত্র গ্রন্থ 'আলোকনগর' এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেলো কবি অনু ইসলামের প্রথম আলোকচিত্র গ্রন্থ 'আলোকনগর' এর প্রকাশনা উৎসব৷
'আলোকনগর' গ্রন্থটি মূলত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য-প্রত্ন নিদর্শন নির্ভর একটি গবেষণামূলক আলোকচিত্রের আকর গ্রন্থ৷
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক, কবি ও ফোকলোরবিদ ডক্টর তপন বাগচী৷
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. শহীদ-ই-হাসান তুহিন, কবি-প্রাবন্ধিক বীরেন মুখার্জী, কবি ও গীতিকার গোলাম মোর্শেদ চন্দন, কবি পরিষদ মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক-কবি সুমন ইসলাম, ছোটকাগজ খড়কুটোর সম্পাদক-কবি মাসুদ অর্ণব৷ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন কবি পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি ও প্রত্ন-গবেষক গোলাম আশরাফ খাঁন উজ্জ্বল৷ উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি যাকির সাইদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হামিদা খাতুন৷
প্রকাশনা উৎসবে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, কণ্ঠশিল্পী শিশির রহমান এবং আলোকচিত্রী-কবি অনু ইসলামের কন্যা মহিমা ইসলাম৷ তবলায় সংগত করেন তবলাশিল্পী অসিত চক্রবর্তী৷ উৎসবে কবিতাপাঠ করেন কবি অয়ন সাঈদ ও কবি ইমন শাই৷
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও গল্পকার কানন ইয়াছিন৷ প্রকাশনা উৎসবের আয়োজন করে কবি পরিষদ মুন্সীগঞ্জ৷
উৎসবে সহযোগিতায় ছিল দৃষ্টি মিডিয়া এণ্ড পাবলিকেশন্স এবং সার্বিক সহযোগিতায় ছিল সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা 'পটভূমি৷'
।