logo

শিরোনাম

সিরাজদিখানে উন্নত কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ আগস্ট, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের সিরাজদিখাননে উন্নত কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলার ইছাপুরা কারিতাস সেন্টারে ও কারিতাস ঢাকা অঞ্চলের উপজেলার আইসিটি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হর।

photo

 

 

সেন্টারে লোকাল এডভাইজার কমিটির সভাপতি ও বিক্রমপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সামসুল হক হাওলাদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ, উপজেলা সহকারী  সমাজসেবা অফিসার মো. আরিফুল আলম, কারিতাস প্রতিনিধি মিঃ জুয়েল পি রিবেরু প্রমূখ।  

 

এসময় প্রকল্পের যুব গ্রুপের ২৫ জন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়।  

  • নিউজ ভিউ 7029