logo

শিরোনাম

এক ডালে ৮৩৯টি টমেটো

প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২১ | সময়ঃ ১২:০০
photo
...

অবিশ্বাস্য হলেও সত্য। একটি টমেটো ডালে ৮৩৯টি টমেটো ধরেছে।

photo

এ নিয়ে চলছে এখন আলোচনা। জেনে নিন এ টমেটো গাছটি সম্পর্কে। সবাই বলছে একটি গাছে ধরেছে ৮৩৯টি টমেটো। আসলে গাছে নয় একটি ডালে রয়েছে এতগুলো টমেটো। টমেটোগুলো আকারে ছোট। এই টমোটোর আসল নাম চেরি টমেটো। ব্রিটেনের এক ব্যক্তির গাছে এই টমেটো ধরেছে। এ জন্য গিনেস বুকে তার নাম উঠেছে। ৪৩ বছরের ওই ব্যক্তির নাম ডগলাস স্মিথ। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মকর্তা। চাষাবাদ ভালোলাগার জায়গা। সেই ভাললাগা থেকেই গিনেস রেকর্ডের চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। বীজ থেকে টমেটো গাছের চারা বানান প্রথমে। পরে সেই চারাগাছের যত্ন নিয়েই সাফল্য অর্জন করেন তিনি। তার সাফল্যের লক্ষ্যে পৌঁছনোর কথা পড়তে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল না। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হওয়ার কারণে এমনিতেই কাজের চাপ খুব বেশি। অনেকটা সময় অফিসে কাটাতে হয় তাকে। তার বাইরেও সময় বের করতে হয়েছে গাছের দেখভালের জন্য। মূলত ছুটির দিনেই গাছের যত্ন করার সময় পেতেন তিনি। প্রতি সপ্তাহে ওই ছুটির দিনে তিন থেকে চার ঘণ্টা বাঁধা থাকত গাছের জন্য।

  • নিউজ ভিউ 6804