logo

শিরোনাম

পিপিআইএমএসসিতে রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ: ৮৫ শিক্ষার্থীর হাতে-কলমে প্রাথমিক চিকিৎসা শিক্ষা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
পিপিআইএমএসসিতে রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ: ৮৫ শিক্ষার্থীর হাতে-কলমে প্রাথমিক চিকিৎসা শিক্ষা

নিজস্ব প্রতিবেদক:  প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের রেড ক্রিসেন্ট মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার ১৪ ই আগস্ট দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এবং সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিট।


প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত এই প্রশিক্ষণে মোট ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা রক্তপাত বন্ধের কৌশল, অজ্ঞান রোগীকে প্রাথমিক সহায়তা, হাড় ভাঙা বা মচকে যাওয়ার প্রাথমিক ব্যবস্থা, পোড়া স্থানে করণীয়, সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস চালু রাখার প্রক্রিয়া), মাথায় আঘাতের ক্ষেত্রে সতর্কতা, সাপ বা পোকামাকড়ের কামড়ে প্রাথমিক সেবা এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের প্রধান আইরিন আক্তার মীম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির একাডেমিক কো-অর্ডিনেটর সহকারি অধ্যাপক শিপলু মন্ডল, প্রভাষক সীমা আক্তার, সিনিয়র শিক্ষক চাকলাদার তানজিল হাসান, সহকারী শিক্ষক জিতু রায় এবং রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিটের যুব প্রধান আবু তাহের সিমান্ত।  


বক্তারা বলেন, যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক প্রাথমিক সেবা দিতে পারা একজন মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বাড়ায়।

  • নিউজ ভিউ 396