logo

শিরোনাম

সুইজারল্যান্ড বিএনপি'র প্রতিবাদ সভা 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সুইজারল্যান্ড বিএনপি'র প্রতিবাদ সভা 

সুইজারল্যান্ডের জুরিখ শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি পদদলিত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা।  

শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকাল সাড়ে ছয়টায় জুরিখের ডিনার ষ্ট্রাসের একটি আধুনিক রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে সুইজারল্যান্ড বিএনপি।  

সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড বিএনপির প্রস্তাবিত ও কণ্ঠ ভোটে নির্বাচিত সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল।   সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব শামসুদ্দিন তালুকদার। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন দলটির অন্যতম নেতা মাহফুজ শিকদার।  

সভায় বক্তারা বলেন, “স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমানের প্রতি এ ধরণের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এনসিপি ও জামায়াত ঘনিষ্ঠ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অশ্লীল বক্তব্য ছড়াচ্ছে। ” সভায় বক্তারা ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড প্রতিরোধে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থেকে জবাব দেওয়ার আহ্বান জানান।  

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদ হোসেন খোকন, সিনিয়র নেতা সাজ্জাদ হোসেন বাপ্পি ও হাসান তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন মাহফুজ শিকদার, শাহিন মিয়া, আলম হক, মাসুদ মাদবর, ববি, শাহিন তালুকদার, মিজান শাহিন, শিমুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হোসেন, আলমগীর হোসেন, যুবায়ের আহম্মেদ জুয়েল, জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায়, জামাল হোসেন, তুষার তালুকদার ও আনোয়ার খোকন। 

সভা শেষে নেতারা জানান, বিএনপির চেতনা ও নেতৃত্বে বিশ্বাসী প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও দলের প্রতি অবিচল আস্থাশীল এবং প্রয়োজনে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

  • নিউজ ভিউ 495