logo

শিরোনাম

মুন্সিগঞ্জে জমি দখলের চেষ্টায় , কেটে ফেলল বেশ কিছু ফলজ গাছ দুর্বৃত্তরা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
কেটে ফেলল বেশ কিছু ফলজ গাছ দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রীর জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি  চক্র।

 গত ১৬ই জুলাই বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্য পাড়া মৌজা স্থল পৈত্রিক মালিক সূত্রে ভোগ দখলকৃত ওই জমিতে লাগানো গাছপালা কেটে সাবাড় করে দিয়েছে চক্রটি।

photo

 


জমির মালিক নাসিমা আজিজ তার স্বামীর ব্যবসায়িক কাজের প্রয়োজনে ঢাকা-চট্টগ্রামে বসবাস করতে হয়।   তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার বাসিন্দা মুন্সিগঞ্জ সদর থানার কিন্তু অভিযোগসূত্রে জানা যায়  গত ১৬ই জুলাই২০২৫ ইং তারিখ  আনুমানিক  রাত ৯টায স্থানীয় মৃত লাল মিয়া শেখের ছেলে নুরু মিয়া শেখ,ও তার ছেলে হাবু মিয়া শেখ ও শাহিন শেখ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলে। এতে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ হয় আতঙ্কে দিন কাটছে।  


এদিকে এ বিষয়ে স্থানীয় নুর মিয়া গংদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন  ভুক্তভোগী নাছিমা আজিজ 

এ বিষয়ে নাসিমা আজিজের স্বামী আব্দুল আজিজ বলেন বেশ কিছুদিন ধরে ওই এলাকার নুরু মিয়া গংরা  তার জমির গাছপালা কেটে সাবাড় করে দেয়। সেই সঙ্গে সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করে এ বিষয়ে আমি আইনি সহায়তা কামনা করছি।  


এলাকাবাসী জানান,নাছিমা তাদের বাবার  ক্রয় কৃত সম্পত্তিতে বাউন্ডারি দেয়াল দিয়ে সেখানে তারা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে এখানে চাষাবাদ করছে। এখানে বেশ কিছু গাছ ছিল গাছগুলো কেটে ফেলা হয়েছে যারা এই কাজটি করেছে করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম  বলেন, এ নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নিউজ ভিউ 954