টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মুত্যূ হয়েছে। নিহত শিশু মনিষা তাবাসুম ( ৩) ওই গ্রামের মনির হোসেনের মেয়ে ।
দুপুর দেড়টার দিকে নিহতকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
জানাগেছে, বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে নিহত শিশু প্লাস্টিকের বোতল নিয়ে খেলতে বাড়ির পাশের পুকুর ঘাটে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে আশেপাশে খোঁজখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে দুপুর ১২টার দিকে শিশু মুনিশা তাবাসসুমের খেলার বোতল পুকুরের পারে দেখতে পেয়ে নিহতের চাচা আনোয়ারসহ প্রতিবেশীরা পানিতে খোঁজা খুজি করে ওই শিশুকে দুপুরে উদ্ধার করে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহীদুল ইসলাম বলেন, নিহতের বয়স মাত্র সাড়ে ৩ বছর। তার মরদেহ সোরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।