logo

শিরোনাম

মুন্সিগঞ্জের মেঘনার শীর্ষ নৌ-ডাকাত রিপন ঢাকায় গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ মে, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জের মেঘনার শীর্ষ নৌ-ডাকাত রিপন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :

মেঘনার কুখ্যাত নৌ-ডাকাত রিপনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীমের সদসয়রা তাকে গ্রেপ্তার করে।


 তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া, চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ২৫ টি মামলা রয়েছে।  

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের ছেলে  রিপন।  

তার  ভাই নয়নও মেঘনার শীর্ষ নৌ-ডাকাত। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে।  

মুন্সীগঞ্জ পুলিশের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেঘনার অন্যতম শীর্ষ নৌ-ডাকাত রিপনকে মুন্সীগঞ্জ পুলিশের চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন।  
 
তার সহোদর নয়নসহ একাধিক  সহযোগী নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সীগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • নিউজ ভিউ 1251