logo

শিরোনাম

মুন্সীগঞ্জের পঞ্চসারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণে জলাবদ্ধতা ভোগান্তিতে এলাকাবাসী

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ মে, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের পঞ্চসারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণে জলাবদ্ধতা ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরেস্বরাই বাগবাড়ি  খাল  শত বছরের পুরোনো একটি খাল ভরাট করে ব্যক্তিগত ভাবে স্থাপনা  নির্মাণের ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার  শিকার হচ্ছে স্থানীয়  এলাকাবাসী।  

জানা যায় শত বছরের পুরনো এ খালটিতে এক সময় এলাকার মানুষ গোসল করতো এছাড়াও এই এলাকার সাধারণ মানুষের নানাবিধ কাজে ব্যবহার হতো।

photo

এই খালদিয়ে এ এলাকার বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে গিয়ে পড়তো।  

কিন্তু  বিগত ১৫-২০ বছরে খালের চারপাশে ধীরে ধীরে বালি দিয়ে ভরাট করে স্থানীয় প্রভাবশালীরা ভরাট করে ফেলেছে এছাড়া ময়লা আবর্জনা ফেলে খালটিকে সম্পূর্ণরূপে ভরাট করে ফেলায় দুর্ভোগে পড়েছে   সাধারণ মানুষ ।  
 অভিযোগ উঠেছে  কয়েক বছর ধরে পুরোনো ওই খালটির পাশে দিয়ে যাওয়া  রাস্তা ধরে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তায় জমছে পানি   যার ফলে প্রতিনিয়তই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।  

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালটি ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে  জলাবদ্ধতার সৃষ্টি  হচ্ছে  ।   দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছে তারা।  

এলাকাবাসীর দাবি, স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে খালটি ভরাট করে দখলদাররা তাদের ব্যক্তিগত স্থাপনা   নির্মাণ করেছে  ।

গত রবিবার দুপুরে সরেজমিনে বাগবাড়ি গোসাইবাগ  এলাকায় দেখা যায়,  বাগবাড়ি খালটি যে যার মতো করে দখল করে ভরাট করে ফেলেছে। বর্তমানে  খালটি পাশে যে রাস্তাটি রয়েছে সামান্য বৃষ্টিতেই যেন কয়েক ফুট পারি যবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  

স্থানীয় কয়েকজন বলেন, বাগবাড়ি খালটি ভরাটের ফলে একদিকে জলাবদ্ধতা ও অপর পাশে  মারাত্মক ঝুঁকির  সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ  । দিন দিন খালটি ভরাটের কারণে দীর্ঘদিন ধরে এই খালে পানি প্রবাহ বন্ধ রয়েছে। সরকারি খালটি দখলের প্রতিযোগিতা চললেও প্রশাসন বাধা দেওয়া অথবা খাল দখল ও ভরাট বন্ধের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।


স্থানীয় ইউপি সদস্য মো.আল আমিন  জানান, খালটি দখল করে অনেকে ভরাট করে ফেলেছে। খাল ভরাটে বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় দখল অব্যাহত রয়েছে।

পঞ্চসার  ইউনিয়ন  সহকারী কর্মকর্তা (ভূমি) এসএম গিয়াস উদ্দিন জানান, এই বিষয়ে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবগত করেছি ।  সরকারি খাল  অবৈধভাবে দখল ও ভরাট কেউ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান  জানান  , বাগবাড়ি এলাকার সরকারি খাল দখলের বিষয়ে অবহিত রয়েছে। বিষয়টি তদন্ত করে খাল দখল ও ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • নিউজ ভিউ 729