logo

শিরোনাম

স্বপ্নজয়ী পাঠশালার শিশুদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী উপহার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
স্বপ্নজয়ী পাঠশালার শিশুদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী উপহার

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার আওতাধীন কমলাঘাট এরিয়ায় 'স্বপ্নজয়ী পাঠশালা ' যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করানো হয়।  

বিডি ক্লিন মুন্সিগঞ্জের উদ্যোগে আজ ১৮ এপ্রিল রোজ শুক্রবার স্বপ্নজয়ী পাঠশালার শিশুদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।  

 বিডি ক্লিনের লক্ষ্য একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া ও প্রতিটি নাগরিকদের একজন আদর্শবান সুনাগরিক হওয়ার চর্চায় দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়া তোলা।  

সেই সুবাদে সকলের মাঝে পরিচ্ছন্ন ও সচেতন বার্তা প্রদান করা হয়।

তারা বলেন আমরা বিশ্বাস করি আমাদের একে অপরের প্রতি সহনশীলতা ও ভালো কাজের চর্চায় পথিক হবে দেশ আদর্শবান রাষ্ট্রে। গড়ে উঠুক আজকের শিশু পরিচ্ছন্নতার ধারায়,
বেড়ে উঠুক আমাদের শিশু সৎ শিক্ষায়!

এ সময় উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক এবং শিক্ষার্থীগণ ও বিডি ক্লিন মুন্সিগঞ্জের সদস্যরা।

 

  • নিউজ ভিউ 279