logo

শিরোনাম

মুন্সীগঞ্জে আর্টিসানের বার্ষিক বনভোজন মিলন মেলা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে আর্টিসানের বার্ষিক বনভোজন মিলন মেলা

জাহাঙ্গীর আলম : 
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া রিসোর্টে বাংলাদেশের অন্যতম  ফ্যাশন ব্রান্ড
আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের  বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

 
বুধবার ১৬ এপ্রিল  দিনব্যাপী  এতে প্রতিষ্ঠানটির ২৭ টি ব্রাঞ্চের  কর্মি ও তাদের পরিবারের  সদস্যদের উপস্থিততে এক মিলন মেলায় পরিণত হয় ।  


এতে বিভিন্ন  ক্রিড়া ইভেন্ট, শ্রেষ্ঠ কর্মিদের পুরস্কার,  চাকুরীতে ৫ বছর ও ১০ বছর পূর্ণ হওয়ায় পুরস্কার  প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এর আয়োজন করা হয়।  


এসময় উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল ও চেয়ারম্যান  অনিতা গমেজ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ।

  • নিউজ ভিউ 495