logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাই টিভির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে মাই টিভির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগানে ও বর্তমানে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর নির্মম হামলা নির্যাতন চলছে। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন।

photo

তাদের রুহের মাগফেরাত কামনা করে মুন্সীগঞ্জে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে মরহুম সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।  

 

এতে সভাপতিত্ব করেন মাই টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন।


অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর থানা জামে মসজিদের ইমাম মুফতি আশরাফ আলী।


মোনাজাতে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর নির্মম হামলা নির্যাতনের বিরুদ্ধে দোয়া ও প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।


মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মামুনূর রশীদ খোকার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহাম্মেদ দীপু, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি গুলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরি নুপুর, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাংবাদিক মঈনউদ্দিন সুমন, জুয়েল রানা, ফয়সাল হোসেন, আরাফাত রায়হান সাকিব, শুভ ঘোষ কান্ত, নাজির হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, শহর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ মনির, মো. সালেহীন, বিএনপি নেতা সাইদুর রহমান, মোহাম্মদ রাজন প্রমুখ।

  • নিউজ ভিউ 324