টঙ্গীবাড়ী প্রতিনিধি: আগামী ২ বছরের জন্য টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি ও বর্তমান বিক্রমপুর পত্রিকার সম্পাদক মো: ফিরুজ আলম বিপ্লব কে সভাপতি ও দৈনিক ভোরের খবর পত্রিকার প্রতিনিধি আপন সরদার কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার (১ফেব্রুয়ারি) রাত ৭ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার নারায়ণ চৌধুরী টিটু,যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সকাল পত্রিকার আলি আক্কাস,সদস্য আলমগীর মল্লিক, সদস্য বাবু হাওলাদার। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রনি শেখ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ব.ম শামীম, সিনিয়র সাংবাদিক কাজি জহির প্রমুখ।
।