logo

শিরোনাম

মুন্সীগঞ্জে পুলিশ ও নৌ ডাকাতের মধ্যে গুলি বিনিময়, ২ ডাকাত গুলিবিদ্ধ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে পুলিশ ও নৌ ডাকাতের মধ্যে গুলি বিনিময়, ২ ডাকাত গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ জেলা সদরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ সময় চারটি ককটেল, এক রাউন্ড রাইফেলের গুলি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার ও একটি স্পিডবোট জব্দ করেছে পুলিশ।

শনিবার(০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালীরচর গ্রামের মেঘনাবক্ষে সদর থানা পুলিশ ও মেঘনার নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে এ গুলিবিনিময় হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে কালীরচর গ্রামের বাচ্চা মেম্বারের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে কানা জহিরসহ ৫ জনের ডাকাতদল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এ সময় পালটা গুলি ছুঁড়েন পুলিশ।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে গুলিতে কানা জহির ও তার সহযোগি মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তবে পুলিশ পরবর্তীতে ডাকাত সদস্যদের ধরতে ধাওয়া করলেও তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে। এক পর্যায়ে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

  • নিউজ ভিউ 4248