জাহাঙ্গীর আলম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সিগঞ্জের সদর উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে বিভিন্ন পেশার মানুষের মাঝে মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার এ লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন ।
এসময় তিনি বলেন, ১৭বছরে মানুষের চলাফেরার কোন ধরনের স্বাধীনতা ছিল না অর্ধ হারে অনাহারে মানুষ তার বাচ্চা পর্যন্ত বিক্রি করেছে এ মুন্সিগঞ্জে তার প্রমান রয়েছে। এ স্বাধীন বাংলাদেশে মানুষ কিভাবে তার অধিকার ফিরে পেতে পারে সেই কথাই লেখা রয়েছে এ ৩১ দফার মধ্যে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির তিনি বলেন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দিচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ শহর বিএনপি'র আহবায়ক এডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজ ঢালী, শহর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আয়ত আলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. লিটন ।
পঞ্চসার ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মুন্সিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তুহিন, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মাতবর, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নূরে আলম তালুকদার সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল , স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।