জাহাঙ্গীর আলম: মুন্সিগঞ্জের অন্যতম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সফটভার্স আইটি এর প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান থেকে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক পিএলসি মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি, দৈনিক প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক হৃদয় সরকার, মুন্সিগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হেলাল, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক
মোঃ মনির হোসেন, মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজয় কৃষ্ণ হালদার
মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু চন্দ্র মন্ডল ও সঞ্জয় সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নুরে আলম আলভী, প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, নাহিদ সরকার, নিলয় হালদার, প্রতিক্ষা মন্ডল অর্ক ও কৌশিক দে।
আলোচনা-পর্বের শেষে বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।