logo

শিরোনাম

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য দুর্গাবাড়ী-গোসাইবাগের সড়ক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য দুর্গাবাড়ী-গোসাইবাগের সড়ক

জাহাঙ্গীর আলম : সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গারবাড়ি গোসাইবাগের  সড়কটি। টানা বর্ষণে আধা কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। এর ফলে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।  

সোমবার  (৩ সেপ্টেম্বর ) সরেজমিনে গিয়ে দেখা যায়, আধা কিলোমিটার রাস্তার বেশিরভাগই  ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্ধের রাস্তার মাঝখানে ড্রেনের পাইপ বসানো হয়েছে। যার ফলে ভোগান্তি বেড়েছে আরো দ্বিগুণ। এই আধা কিলোমিটার রাস্তার জন্য তিন কিলোমিটার ঘুরে বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য মুক্তারপুর যেতে হয় স্থানীয় এলাকাবাসীর।  

স্থানীয় এলাকাবাসী বলছে  কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত রামেরগাঁও, রতনপুর, চম্পাতলা এলাকার কৃষকদের পন্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি খরচ।  

খানা-খন্দ ও রাস্তার মাঝখানে ড্রেন নির্মাণ না করায়  যেতে পারছেনা কোন ধরনের যানবাহন।


গোসাইবাগ এলাকার বাসিন্দা আব্দুল হালিম সরদার  বলেন, ‘প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত এ রাস্তা মেরামত করার ব্যবস্থা করেন।’ 

স্থানীয় বাসিন্দা শহীদুল্লাহ  বলেন, ‘মুন্সীগঞ্জের মধ্যে   মনে হয় এতো খারাপ রাস্তা আর নেই।  এ রাস্তাটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করা হোক ।’ 

এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদ সচিব রুহুল আমিন সবুজ  বলেন, ‘এ রাস্তাটির উপজেলার উন্নয়ন তহবিল থেকে  টেন্ডার হয়ে গেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির কাজ শুরু হয়ে যাবে।’ রাস্তাটি নির্মাণের পরে যেন জলবদ্ধতা সৃষ্টি না হয় এজন্য রাস্তা নির্মাণের আগে আমরা ড্রেন  নির্মাণের কাজ সম্পন্ন করেছি। 

এ বিষয়ে  উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল বলেন,  'উপজেলা উন্নয়ন তহবিল থেকে দুর্গারবাড়ি-গোসাইবাগ কাজলের মিল পর্যন্ত  ৪০৮ মিটার আরসিসি রাস্তার টেন্ডার দেয়া হয়েছে মেসার্স আতাউর কনস্ট্রাকশনকে। দ্রুত কাজটি সম্পন্ন করা হবে।'

  • নিউজ ভিউ 2025