logo

শিরোনাম

রুবাইয়া তাসনিমের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাবা রিপন শেখ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ জুন, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
রুবাইয়া তাসনিমের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাবা রিপন মিয়া

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার ইতালি প্রবাসী রিপন মিয়ার মেয়ে রুবাইয়া তাসনিমের জন্মদিন আজ। ৯পেরিয়ে ১০ বছরে পা রাখল রুবাইয়া তাসনিম । ২০১৪ সালে ১৭ জুন  কোল আলো করে আসে রুবাইয়া তাসনিম।   আজকের এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক,
দোয়া করি আগামী বছরও তোমার জন্মদিনটা আলোয় ভরে উঠুক এবং
সুন্দরভাবে দিনগুলো কাটুক।
শুভ জন্মদিন
  ইতালি প্রবাসী রিপন মিয়া মেয়ের জন্মদিনে মেয়ের সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন 

  • নিউজ ভিউ 2178