নিজিস্ব প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের অন্তত ৯ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ।
আজ বুধবার এ এলাকা গুলোতে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
মুন্সিগঞ্জ জেলার ৯টি গ্রাম মুন্সিগঞ্জ সদরের মোল্লা কান্দি ইউনিয়নের আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর,বাংলাবাজার, বাঘাইকান্দি ও কংসপুরার একাংশ।
এসব গ্রামে পাঁচ থেকে ছয় হাজার মানুষ বেশ কয়েক বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করবে।
এছাড়াও জেলার আরো কয়েকটি এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হবে।
জাহাগীর তরিকার নেতারা বলেন পৃথিবীর যেকোন স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ উদযাপন করা উচিৎ।
তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপন করে থাকি।
।