logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম , মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে প্রাথমিক স্কুল পর্যায়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হয় এ  প্রতিযোগিতা। মুন্সীগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল রুটে এক কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন প্রতিযোগিতা হয়।  

এসময় জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।  

ম্যারাথন প্রতিযোগিতার আয়োজকগণ বলেন, সুস্থ শরীর গঠনের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সদর উপজেলার ১ নং ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ ও নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিশুসহ মোট ৫৬ জন শিক্ষার্থী অংশ নেয় এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায়।  

এ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 3510