logo

শিরোনাম

মুন্সীগঞ্জে গোসাইবাগ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে গোসাইবাগ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় গোসাইবাগ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোসাইবাগ গ্রামের বালুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে ডিঙ্গিনৌকা দল ব্রাদার্স এফসি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৫০ মিনিটের এ খেলায় গোলশূন্য অবস্থায়  খেলা শেষে হয়। পরে ট্রাইবেকার পদ্ধতিতে জয় লাভ করেন ডিঙ্গিনৌকা দল।  
টুর্নামেন্টে ম্যান অব দা টুনামেন্ট হন ডিঙ্গিনৌকা দলের খেলোয়ার রাসেল, সেরা গোলদাতা নির্বাচিত হন শান্ত, সেরা গোলকিপার নির্বাচিত হন সীমান্ত, এছাড়াও ম্যান অফ দ্যা প্লেয়ার অনতু কে নির্বাচিত করা হয়।
রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মো. সিরাজ।
ধলেশ্বরী ক্রিড়া একাডেমির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় খেলার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোসাইবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি ডাক্তার জসিম উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায়, সমাজসেবক জাহাঙ্গীর আলম মো. বাদল, মো. জাহাঙ্গীর।   ধলেশ্বরী ক্রিয়া একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, হালিম সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

  • নিউজ ভিউ 5427