logo

শিরোনাম

বীমা পেশাজীবীদের জন্য এক অনন্য বই বীমা বিক্রয় জাদু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
বীমা পেশাজীবীদের জন্য এক অনন্য বই বীমা

নিজস্ব প্রতিনিধি : মোঃ মাহমুদুল ইসলামের লেখা ৫ম বই “বীমা বিক্রয় জাদু” সম্প্রতি প্রকাশিত  হয়েছে। লেখক  মাহমুদুল ইসলাম বলেন, বীমা বিক্রয় প্রতিনিধিদের জ্ঞানচর্চার খোরাক হিসেবে শৈল্পিক মাধুর্যময় “বীমা বিক্রয় জাদু” বইটি লেখা হয়েছে। বীমা বিক্রয়  অন্য যেকোনো পণ্য বা সেবা বিক্রয়ের চেয়ে আলাদা। কারণ একে দেখা যায় না,  ধরা বা ছোয়া যায় না, ঘ্রাণ নেওয়া বা অনুভব করার সুযোগ নেই, শুধুমাত্র  ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে বিক্রয় কর্মীর কথায় বিশ্বাস স্থাপনের  মাধ্যমে সম্ভাব্য গ্রাহক বীমা ক্রয় করে থাকেন। সে কারণে একজন বিক্রয়  প্রতিনিধিকে অবশ্যই এমন কিছু কৌশল বা জাদু জানতে হবে, যা প্রয়োগের  মাধ্যমে ক্রেতার মনে খুব সহজেই জায়গা করে বীমা বিক্রয়ে সাফল্য অর্জন  করতে পারেন। সেইসাথে বীমা বিক্রয় ক্যারিয়ারকে আরো সহজে গড়তে “বীমা  বিক্রয় জাদু” বইটি মন্ত্রের মত কাজ করবে। বীমা বিক্রয়ে সাফল্য অর্জনে এই  বইতে মোট ৩০ টি গুরুত্বপূর্ণ টপিকের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

লেখক  মাহমুদুল ইসলাম বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি  (বিআইডিএস) এর ফাউন্ডার প্রেসিডেন্ট এবং দেশের স্বনামধন্য বীমা  প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন  করছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিবিএস (অনার্স), এমবিএস (ম্যানেজমেন্ট)  বিষয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি হিউম্যান রিসোর্স  ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এবং এলএলবি ডিগ্রি অর্জন  করেন। এছাড়াও তিনি সেলস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বিষয়ে পোস্ট  গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অর্জন করেন।

তার লেখা অন্যান্য বইসমূহ-
• জীবন বীমা কেন সবার জন্যই দরকারী
• বীমা ব্যবসায় অগ্রগতির কৌশল
• লিডারশিপ এন্ড মোটিভেশন
• বীমা কর্মীর হাতে খড়ি
• বীমা বিক্রয় জাদু

  • নিউজ ভিউ 9828