logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ভূমি বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ভূমি বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি :  মুন্সীগঞ্জে ভূমি বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  


আজ ১১ই সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো "ভূমিকথা কুইজ প্রতিযোগিতা ও সেমিনার" উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  শরীফ উল্যাহ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুন্সীগঞ্জ জেলার শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতন করা এবং শিক্ষিত করে তোলা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে দুর্নীতি হ্রাস এবং সেবার মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা এই বিষয়ে সচেতন হলে পরিবার ও সমাজও উপকৃত হবে। ”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক সচেতনতামূলক বই বিতরণ করা হয়। বইগুলোতে ভূমি অধিকার, নামজারি, খতিয়ান, মিউটেশনসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবজীবনের প্রয়োজনীয় জ্ঞান অর্জনে সহায়ক হবে।

  • নিউজ ভিউ 2835