নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও পূর্বপাড়ার জাকির মোল্লার দোকানের সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে জেসমিন বেগম (৪৯), পিতা-আ: হক, মাতা-জীবন নেছা, স্বামী-কাজী হাছান, সাং-নয়াগাঁও পূর্বপাড়া, থানা ও জেলা-মুন্সীগঞ্জকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫.৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৬,৫০০ টাকা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
।