মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলেন জেলার তিন সাংবাদিক।
আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিচারকের খাসকামরায় ফুল দিয়ে সংবর্ধনা জানান মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, ঢাকা পোস্ট অনলাইন পোটাল ও মানব কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ব.ম শামীম, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন।
আদালত সূত্রে জানা গেছে, গেল ২৫ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক গাজী দেলোয়ার হোসেনের বদলির আদেশ নিশ্চিত করা হয়।
তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে গাজীপুর জেলায় যোগদান করবেন।
এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হিসেবে যোগদান করেছেন।