নিজস্ব প্রতিনিধি
গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি সক্ষমতা বৃদ্ধি মূলক আলোচনা সভা।
বুধবার ২৭ আগস্ট এ সভার আয়োজন করে পঞ্চসার ইউনিয়ন পরিষদ। এ কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এবং সহযোগিতায় ছিল ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
আলোচনা সভায় গ্রাম আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের বিচারকার্য পরিচালনা ও সেসব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম আব্দুর রহমান ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হোসেন, গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ কবির উদ্দিন উপজেলা সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম রিফাত ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকগণ।
বক্তারা বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচারের সহজ, স্বল্পব্যয়ী এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সমাধানের একটি কার্যকর ব্যবস্থা। এই আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের হাতে গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন তথ্যবহুল লিফলেট ও গাইডলাইন তুলে দেওয়া হয়।