logo

শিরোনাম

মিরকাদিম পৌরসভা চ্যাম্পিয়ন: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মিরকাদিম পৌরসভা চ্যাম্পিয়ন: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

তৈয়বুর রহমান : 
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বুধবার ৩সেপ্টেম্বর  বিকাল ৩:৩০ টায় অনুষ্ঠিত হলো “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ম্যাচে মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলা গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে মিরকাদিম পৌরসভা জয়ী হয়ে শিরোপা ঘরে তোলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ফাতেমা তুল জান্নাত। সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার  মৌসুমী মাহবুব।  

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  শরীফ উল্যাহ
সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান,  শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য সম্মাননা তুলে দেওয়া হয়।

 

এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার ফুটবলপ্রেমীরা যেমন এক আনন্দঘন সন্ধ্যা উপভোগ করেছেন, তেমনি তরুণ ফুটবল প্রতিভাগণ নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন আয়োজকগণ।

 

  • নিউজ ভিউ 4104