logo

শিরোনাম

সুইজারল্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সুইজারল্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সুইজারল্যান্ড বিএনপির উদ্যোগে জুরিখে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রবাসী নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।  


অনুষ্ঠানটি পবিত্র কোরান ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। পবিত্র কোরান পাঠ করেন শামসুদ্দিন তালুকদার এবং পবিত্র গীতা পাঠ করেন জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায় স্বপন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফল রাজনৈতিক ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করা হয়।  


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির প্রস্তাবিত ও কণ্ঠ ভোটে নির্বাচিত সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার।  

এছাড়া সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাজ্জাদ হোসেন বাপ্পি,হাসান তালুকদার, ওবাদূর রহমান মিঠু, শাহিন মিয়া, আরমান শেখ, আলমগীর বেপারী, ইকবাল মোল্লা, মাহফুজ শিকদার, হাসান তালুকদার, সাজ্জাদ হোসেন বাপ্পি, যুবাইর আহমেদ জুয়েল, ওবাইদুর রহমান মিঠু, হুমায়ূন কবির, শাহিন তালুকদার, সিরাজুল মল্লিক (সেরু), চঞ্চল মাদবর, ববি, মিজান শাহিন, জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায়, সাধারণ সম্পাদক যুবাইর আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিজান শাহিন, আরগাও বিএনপি সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ব্রেন-স্লোর্থন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লাউর্জান বিএনপির সভাপতি মফিজুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক ওবাইদূর রহমান সুরজ, শামীম দেওয়ানসহ জুরিখ, জেনেভা, আরগাও ও বাসেল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। সুইজারল্যান্ড বিএনপির মহিলা সম্পাদিকা রুনু আক্তার সহকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও জেনেভা এবং বাসেল বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামসুদ্দিন তালুকদার, মাহফুজ শিকদার শাহিন মিয়া। 


বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজও জনগণের আশার প্রতীক। তারা অভিযোগ করে বলেন, গত ১৬ বছরের দুঃশাসনে দেশে গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নতুন করে দেশরক্ষার অঙ্গীকারের দিন। 


অনুষ্ঠানে শহীদ জিয়া ও বেগম জিয়ার সংগ্রাম নিয়ে ভিডিও প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সমাপ্তি টানা হয়। 


সুইজারল্যান্ড বিএনপির নেতারা বলেন, প্রবাসে থেকেও তারা আগামী দিনে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। 


আলোচনা অনুষ্ঠানের পর চিত্রাক্ষর প্রতিযোগিতার আয়োজন করা হয়
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

  • নিউজ ভিউ 10098