logo

শিরোনাম

হামিম গ্রুপ, সমকাল ও চ্যানেল ২৪ সাথে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ মে, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি

জাহাঙ্গীর আলমঃ হামিম গ্রুপ, সমকাল ও চ্যানেল ২৪ এর সঙ্গে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তি সম্পন্ন হয়েছে।  


রোববার (২১ মে) রাজধানীর গুলশানে ডেল্টা লাইফের প্রধান কার্যালয়ে এই বীমা চুক্তির স্বাক্ষর হয়।  


চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটির কর্মকর্তা-কর্মচারীরা জীবন বীমা ও স্বাস্থ্য বীমা সেবার আওতায় আসবে।  


এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোরুল হক, হামীম গ্রুপের ডিরেক্টর সাকিব আজাদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জালাল আহমেদ, জেনারেল ম্যানেজার আলেয়া আক্তার।


চ্যানেল 24 এর নির্বাহী পরিচালক তালাত মামুন, হেড অব সেলস এন্ড মার্কেটিং বুরহান উদ্দিন নয়ন, ডিজিএম এডমিন এন্ড এইচআর এহসানুল হক তামিম এবং ব্যবস্থাপক এডমিন এন্ড এইচআর কামাল আবদুল্লাহ সাইয়েদ জনী।  

সমকাল থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং জিএম সেলস এন্ড মার্কেটিং ফরিদ।  

  • নিউজ ভিউ 6147