logo

শিরোনাম

মুন্সিগঞ্জে সাবেক সংসদ সদস্য সহ ৭ জনপ্রতিনিধির নামে হত্যা মামলা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ আগস্ট, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে সাবেক সংসদ সদস্য সহ ৭ জনপ্রতিনিধির নামে হত্যা মামলা

নিজিস্ব প্রতিনিধি  : মুন্সীগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে এজাহার নামিয় আসামি ও অজ্ঞাতনামা আরও ৩শ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।


তিনি জানান, নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে এজাহার নামিয় আসামি ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  


এর প্রেক্ষিতে পর্যালোচনা করে সোমবার দিবাগত রাত ১ টার দিকে মামলাটি গ্রহণ করা হয়।


মামলার অন্যান্য আসামিরা হলেন, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ, সদর উপজেলার সাবেক ভাইস
চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,
মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও
সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, পঞ্চসার
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রামপাল
ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ, মহাকালি ইউপি
চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী, মোল্লাকান্দি
ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারি,
শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা,
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব
হোসেন পীর, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান
ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আফসার উদ্দিন ভুইয়া (আফছু), সাধারণ
সম্পাদক শামসুল কবির মাষ্টার, সদর
উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া,
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম,
শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম
নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসাইন
সাগর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের
সভাপতি নিবির আহম্মেদ, জেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর আওয়ামী
লীগের দপ্তর সম্পাদক রায়হানজ্জামান রাসেল।  

উল্লেখ,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শ্রমিক রিয়াজুল ফরাজি। তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

  • নিউজ ভিউ 16551