মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলার শ্রীনগরের ডাক বাংলো মোড়ে জেলা পরিষদ মার্কেটে অবস্থিত সংগঠনটি কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ (এম.পি)। সংগঠনটির সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম মাহবুব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম.মাহবুব উল্লাহ কিসমত। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য জিতু রায় ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রায়হান সাকিবের উপস্থাপনায় এ সময়ে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ রতন, কার্যনির্বাহী সদস্য সুজন পাইক,প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন,কোষাদ্যক্ষ মো:আসাদুজ্জামান জীবন,তথ্য প্রযুক্তি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আপন সরদার,সমাজ কল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম,শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান,সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,কোষাধক্ষ গোলাম মোস্তফা, কার্যকারী সদস্য আসলাম মোল্লা, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
।