নিজিস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সংবর্ধনা দিয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মো. আখতার হোসেন বাপ্পী এর সভাপতিত্বে মুন্সীগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম; মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বাধীন চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা: মো. জুবায়ের ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ডাক্তারদের উদ্দেশ্যে বলেন মেধার ও বিবেক থেকে সাধারণ জনগনের সুচিকিৎসার আহবান। এছাড়া হাসপাতালে সাধারন মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
।