logo

শিরোনাম

হারিকেন ক্যাটাগরি ৪ এ পরিণত হয়ে মেক্সিকো অভিমুখে ধেয়ে আসছে ওর্লিন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
হারিকেন ক্যাটাগরি ৪ এ পরিণত হয়ে মেক্সিকো অভিমুখে ধেয়ে আসছে ওর্লিন

 শক্তিশালী ঘূর্ণিঝড় ওর্লিন রোববার হারিকেন  ক্যাটাগরি ৪ এ পরিণত হয়ে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়টি যে গতিতে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে এটি সোমবার রাতে সেখানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনএইচসি রোববার সকালে জানায়, ‘অনেক শক্তিশালী হারিকেন ক্যাটাগরি ৪ এর উত্তর দিকে অগ্রসর হওয়া অব্যাহত রয়েছে। ’ এর প্রভাবে আইলাস মারিয়াস ও মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলে ‘ব্যাপক ঝড়োহাওয়া ও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মার্কিন হারিকেন কেন্দ্রটি।
এ বার্তা জারি করার সময় হারিকেনটি মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কোবো করিন্টেসের ১০৫ মাইল (১৭০ কিলোমিটার) দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। (বাসস ডেস্ক)   

  • নিউজ ভিউ 7272