logo

শিরোনাম

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মো. জান্নাত (১৬) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

তুষার আহাম্মেদ; মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জান্নাত (১৬) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে প্রশ্ন উঠেছে ।

নিহত কিশোর মো. জান্নাত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মালেশিয়া প্রবাসী মানিক বেপারীর ছেলে। সে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গত  শুক্রবার (১১ মার্চ) দুপুরে নিহত ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জান্নাতের দাদা ফজর আলী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

নিহত জান্নাতের স্বজনদের সূত্রে জানা যায়, জান্নাত একই এলাকার তার প্রেমিকার সাথে দেখা করতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রেমিকার বাড়িতে গেলে মো. জান্নাতকে প্রেমিকার পরিবারের লোকজন মারধর করে প্রেমিকার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখে। পরে জান্নাতের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতের দাদা ফজর আলী স্থানীয় সাংবাদিকদের জানান, গত তিন মাস যাবত একই এলাকার জান্নাতির সাথে আমার নাতি জান্নাতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের পক্ষ আমার নাতি জান্নাতকে এর আগেও মারধর করে।  মেয়ের ভাই সিজান বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে আমার নাতি জান্নাতকে বাড়িতে ডেকে নিয়ে তাকে হত্যা করে।

তবে প্রেমিকার বাবা মোস্তফা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট বলে দাবি করেছেন।

এদিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা  হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের চাচাকে থানায় আনা হয়েছে।প্রাথমিক সুরতহাল শেষে শুক্রবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।

  • নিউজ ভিউ 7452