
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
বিনোদন প্রতিবেদক:
স্বপ্নে বিশ্বাস আর পরিশ্রমে অটল থেকে সাফল্যের পথে এগিয়ে চলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো মুমতাজ মেহেদী প্রেজেন্টস “Mr. & Miss Glamour Looks (Season - 5)” এর দ্বিতীয় রাউন্ড অতিক্রম করে তিনি জায়গা করে নিয়েছেন Top 14 Finalist এর তালিকায়।
সারা দেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকদের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত হওয়াই শেখ ফরিদ পলকের এই সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, মঞ্চ উপস্থিতি এবং ধারাবাহিক পরিশ্রমের কারণে প্রতিটি রাউন্ডেই তিনি আলাদা করে নজর কাড়তে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে শেখ ফরিদ পলক বলেন, “স্বপ্নটা অনেক বড়, তাই পরিশ্রমও সীমাহীন। লক্ষ্য একটাই - শীর্ষে পৌঁছানো। এই প্রতিযোগিতা আমাকে আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলছে। ”
তিনি আরও জানান, অভিনয়ের অভিজ্ঞতা তাকে মঞ্চে সাবলীল হতে সাহায্য করলেও এই রিয়েলিটি শোর প্রতিটি ধাপই নতুন চ্যালেঞ্জ ও শেখার সুযোগ এনে দিয়েছে। Final রাউন্ডকে সামনে রেখে তিনি এখন আরও মনোযোগী ও প্রস্তুত।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমার এই যাত্রার সবচেয়ে বড় শক্তি আমার পরিবার, সমর্থক ও ভালোবাসার মানুষগুলো। তাদের দোয়া ও ভালোবাসা থাকলেই আমি আরও দূর যেতে পারবো।”
উল্লেখ্য, Mr. & Miss Glamour Looks দেশের অন্যতম আলোচিত রিয়েলিটি শো, যেখানে প্রতিভা, ব্যক্তিত্ব ও পরিশ্রমের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। আগামী ১৭ জানুয়ারি Final পর্বে সেরা পারফরম্যান্সের মাধ্যমেই নির্ধারিত হবে এবারের চূড়ান্ত বিজয়ী।