logo

শিরোনাম

শ্রীনগরে এলপি গ্যাস ডিলার ও মিষ্টান্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অভিযান অতঃপর দশ হাজার টাকা জরিমানা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০

মুন্সীগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৬:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কলেজরোড ও বালাশুর বৌবাজার এলাকায় মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী ডিলার পয়েন্টসমূহ পরিদর্শন করা হয়। এ সময় কলেজরোড এলাকার মেসার্স শেখ ট্রেডার্সে এলপি গ্যাস সিলিন্ডারের কোনো মজুত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানায়, তারা সংশ্লিষ্ট কোম্পানির কাছে গ্যাসের অর্ডার প্রদান করেছে। অপরদিকে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে আজ এলপি গ্যাস সিলিন্ডারের সরবরাহ পাওয়া গেছে বলে জানা যায়। প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া বালাশুর বৌবাজার এলাকায় বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারে মনিটরিংকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সুব্রত ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

  • নিউজ ভিউ 648