logo

শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দেওয়ান আর নেই

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দেওয়ান আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ইয়াদ আলী দেওয়ান আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আনিসুজ্জামান আনিস ও মোহাম্মদ হোসেন বাবুল কাক্কুর নেতৃত্বে রতনপুর এলাকায় সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এই বীর সন্তান। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও স্মরণীয়।


মহান বিজয় দিবস এলেই ঘুমহীন রাত কাটাতেন তিনি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহরে চলে যেতেন, সারাদিন মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে বিজয়ের স্মৃতি ভাগাভাগি করে কাটাতেন। কিন্তু এবারের ১৬ই ডিসেম্বর এলেও আর শহরে ফেরা হলো না এই বীরের—চিরবিদায় নিলেন তিনি।


ইয়াদ আলী দেওয়ান মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে টানা তিনবার নির্বাচিত হয়ে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। রামশিং পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।


ব্যক্তিজীবনে তিনি ছিলেন স্পষ্টবাদী ও সাহসী কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই মানুষটি খুব অল্প সময়েই সবার সঙ্গে মিশে যেতে পারতেন। অসহায়, গরিব ও মেহনতি মানুষের সঙ্গেই ছিল তাঁর সবচেয়ে গভীর সম্পর্ক। রাগী স্বভাবের হলেও তাঁর মন ছিল অত্যন্ত সাদা ও উদার—এমনটাই জানান তাঁর সহকর্মী ও স্বজনরা।


তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সমাজসহ মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সবাই মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দেওয়ানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

  • নিউজ ভিউ 522