
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার:
বাংলা সাহিত্যের সূত্ৰপাত ‘চর্যাপদ’-এর আদর্শ ও মর্মবাণী হৃদয়ে ধারণ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘চর্যাপদ মুন্সীগঞ্জ’। শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
ডালিম রহমান, সভাপতি, কালের ছবি মুন্সীগঞ্জ
মজিবুর রহমান বাবুল, সভাপতি, শৌখিন সঙ্গীত আসর মুন্সীগঞ্জ
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “চর্যাপদ বাংলা সংস্কৃতির শেকড়। সেই শেকড়কে ধারণ করেই ‘চর্যাপদ মুন্সীগঞ্জ’ সংস্কৃতি ও ঐতিহ্যের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। ”
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, ভবিষ্যতে বাংলার সংস্কৃতির মূলধারা মুন্সীগঞ্জবাসীর সামনে তুলে ধরা হবে এবং তরুণ প্রজন্মকে পরিচিত করা হবে বাংলার ঐতিহ্যের গভীর ভিত্তির সঙ্গে।
‘চর্যাপদ মুন্সীগঞ্জ’-এর এই শুভ সূচনা মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।