
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রাম থেকে আল মোহিয়ান (৯) নামে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা মিথিলা আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে চূড়াইন এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আল মোহিয়ান। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ অনুসন্ধান চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটির শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে— তার উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ২৫ কেজি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, কম কথা বলে এবং ভাষা স্পষ্ট। তার মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় শিশুটির পরনে ছিল কালো-কমলা রঙের হাফ হাতা টি-শার্ট, অ্যাশ কালারের ট্রাউজার এবং পায়ে ছিল পঞ্চসের জুতা।
পরিবার জানায়, শিশুটির মানসিক সমস্যা রয়েছে এবং তার ডান চোখের কোনায় একটি কাটা দাগ আছে, যা তাকে চিহ্নিত করতে সাহায্য করতে পারে।
নিখোঁজ শিশুটির সন্ধান পেলে ০১৮৭০৮৬৮৮০০, ০১৮৫১৯৮৮৪৯৪, ০১৮৯২৭৯৯৪২৮– এই নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।