
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ নিজ হাতে নির্বাচনী প্রচারের বিভিন্ন ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী প্রচার-বিধিমালা অনুসরণে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি মুন্সীগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনের প্রচার নির্দেশনা অনুযায়ী জেলার সকল নির্বাচনী এলাকায় ব্যবহৃত বিলবোর্ড, প্যানা, ব্যানার, পোস্টার ও প্রতীক অপসারণের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হয়। প্রচার-বিধি মানতে প্রার্থী নিজে অংশ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, পৌরসভার কর্মপরিষদ সদস্য মো. মহসিন মুন্সি, জামায়াত নেতা ইমদাত হোসেন ও খাইরুল ইসলাম।
নির্বাচনী বিধি অনুসরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ।
।