logo

শিরোনাম

মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার:
আজ ১১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা মুক্ত করেন ঐতিহ্যবাহী জেলা মুন্সীগঞ্জকে।

photo

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, ত্যাগ ও আত্মোৎসর্গের এক অবিনাশী স্মৃতি হয়ে আছে।


ঢাকার সন্নিকটে অবস্থিত হওয়ায় স্বাধীনতা যুদ্ধের সময় মুন্সীগঞ্জ ছিল পাকিস্তানি বাহিনীর বিশেষ টার্গেটে।

photo

১৯৭১ সালের ১ মে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে পাকবাহিনীর একটি শক্তিশালী দল মুন্সীগঞ্জে প্রবেশ করে। তারা সরকারি হরগঙ্গা কলেজে তাদের প্রধান ক্যাম্প স্থাপন করে। এখানেই ধরে আনা নিরীহ মানুষদের ওপর চালানো হতো নির্মম নির্যাতন। কলেজের পূর্ব পাশের বধ্যভূমিতে বহু মানুষকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হত।


হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকেই পাক সেনারা নীলনকশা অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণ ও গণহত্যাসহ নানান ধ্বংসযজ্ঞ চালায়।


৪ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের অদূরে রতনপুরসহ আশপাশের এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। তিনটি বড় বাহিনী নিয়ে পাক সেনারা প্রতিরোধ গড়তে চাইলে সহস্রাধিক মুক্তিযোদ্ধা প্রকট সাহসিকতায় সেই হামলা মোকাবিলা করেন। চারপাশে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ছড়িয়ে পড়লে পাকবাহিনী ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে।


অবশেষে মুক্তিযোদ্ধাদের কঠোর ও সংগঠিত আক্রমণে ১০ ডিসেম্বর গভীর রাতে পাক সেনারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর ১১ ডিসেম্বর কাকডাকা ভোরে মুন্সীগঞ্জের আকাশে উড়ে বিজয়ের পতাকা—ঘোষিত হয় জেলার হানাদারমুক্তি।


দিনটি উপলক্ষে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

  • নিউজ ভিউ 414