
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফটওয়্যারের কারিগরি ব্যবহার শেখাতে মুন্সীগঞ্জে মাঠপর্যায়ের কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
প্রশিক্ষণে জেলা প্রশাসন ও মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।
বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভূমি সেবায় গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি খুবই প্রয়োজন। তিনি দায়িত্বশীলভাবে কাজ করে জনগণের ভূমি-সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করার জন্য অংশগ্রহণকারীদের নির্দেশনা দেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।